আজ ০৭ মার্চ, রবিবার রাত ১০টার ইংরেজি সংবাদের পর ইত্যাদি’র পটুয়াখালী জেলার নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটায় ধারণকৃত পর্বটি প্রচারিত হবে। পেছনে সমুদ্র আর দু’পাশে অর্ধ শতাধিক মাছ ধরার নৌকা রেখে কুয়াকাটার ঐতিহ্য তুলে ধরে নির্মিত মঞ্চে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এই পর্বটি ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ধারণ করা হয়।বিষয় বৈচিত্র্যে ভরপুর ইত্যাদি’র এই পর্বে রয়েছে কিছু মানবিক, অনুসন্ধানী, সচেতনতা ও শিক্ষামূলক প্রতিবেদন।

এবারের ইত্যাদিতে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পটুয়াখালীর কৃতী সন্তান রেজওয়ানা চৌধুরী বন্যা। এছাড়াও বিভিন্ন জেলাকে নিয়ে গান পরিবেশনের ধারাবাহিকতায় এবারে পটুয়াখালীকে নিয়ে লেখা একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন পটুয়াখালীরই স্থানীয় নৃত্যশিল্পীবৃন্দ।রয়েছে দর্শক পর্ব, মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্রসহ বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ ক’টি নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে পুনঃপ্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ। ইত্যাদি স্পন্সর করেছে কেয়া কসমেটিকস্ লিমিটেড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here