আবারও বদলে গেল আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ সিনেমার মুক্তির তারিখ। তবে এবার পেছায়নি বরং ঘোষণার এক দিন আগে আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমাটি।

২০২১ সালে করোনা মহামারির শেষ সময়ে ভারতের বক্স অফিসে তোলপাড় তোলে ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটি বিশ্বজুড়ে ৩৭০ কোটি রুপির বেশি ব্যবসা করে। এবার আরও বড় পরিসরে পুষ্পা নির্মাণ করেছেন সুকুমার। ঘোষণার পর থেকে সিনেমাটির জন্য অপেক্ষায় ছিল দর্শক। প্রথমে ঘোষণা এসেছিল চলতি বছর ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা: দ্য রুল’। তবে সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ বাকি থাকায় শঙ্কা তৈরি হয়েছিল নির্দিষ্ট সময়ে সিনেমাটি মুক্তি পাওয়া নিয়ে। অবশেষে চার মাস পিছিয়ে ৬ ডিসেম্বর মুক্তির নতুন তারিখ ঘোষণা দেওয়া হয়। গত কয়েক দিন ধরে গুঞ্জন ওঠে আবারও পিছিয়ে যাবে পুষ্পা। কিন্তু সবাইকে চমকে এক দিন এগিয়ে নিয়ে আসা হলো মুক্তির তারিখ।

এদিকে সিনেমা মুক্তির আগেই বড় অঙ্কের আয় করেছে পুষ্পা ২। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মুক্তির আগেই ১ হাজার কোটি রুপি ঘরে তুলেছে সিনেমাটি। এই অর্থ এসেছে মূলত বিভিন্ন স্বত্ব বিক্রি করে। ৬৬০ কোটি রুপিতে বিক্রি হয়েছে প্রদর্শনের স্বত্ব। এর মধ্যে তেলুগু ভাষার স্বত্ব বিক্রি করা হয়েছে ২২০ কোটি রুপিতে। হিন্দি সংস্করণের স্বত্ব বিক্রি করা হয়েছে ২০০ কোটি রুপিতে আর তামিল ভাষার জন্য ৫০ কোটি রুপি। আন্তর্জাতিক পরিবেশনার স্বত্ব বিক্রি করা হয়েছে ১৪০ কোটি রুপিতে। এখানেই শেষ নয়, ওটিটি, স্যাটেলাইট ও সংগীতের স্বত্ব বিক্রি হয়েছে মোট ৪২৫ কোটি রুপিতে। ফলে এই সিনেমা যে মুক্তির আগেই ব্লকবাস্টার, তা বলাই যায়। সূত্রের খবর, ৫০০ কোটি রুপি বাজেটে তৈরি হয়েছে পুষ্পা ২। কিন্তু এখন পর্যন্ত এই সিনেমা প্রযোজনা সংস্থার ঘরে দ্বিগুণ টাকা ফিরিয়ে দিয়েছে।

প্রথম পর্বের মতো এবারও পুষ্পা সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে আছেন রাশমিকা মান্দানা। আইটেম গানে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। প্রথম কিস্তির আইটেম গান দিয়ে ভারতজুড়ে পরিচিতি পেয়েছিলেন সামান্থা রুথ প্রভু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here