মুকেশ আম্বানি আবারো এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় উঠে এসেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইন্টারন্যাশনাল দ্য নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মুকেশ আম্বানির সম্পদের আনুমানিক বাজারমূল্য আট হাজার কোটি ডলার। 

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, চীনের শিল্পপতি জোং শ্যানশেনকে পেছনে ফেলেছেন মুকেশ। শ্যানশেনের সম্পদের আনুমানিক মূল্য সাত হাজার ছয়শ ৬০ কোটি ডলার। ২২ বিলিয়ন ডলার খুইয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছেন শ্যানশেন।

ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্সে বলা হয়েছে, চীনের শিল্পপতি পানির বোতলের একাধিক কারখানার মালিক। কয়েক সপ্তাহ ধরে তিনি ধনীতম শিল্পপতির তালিকার শীর্ষে ছিলেন। 

কিন্তু চলতি সপ্তাহে তাকে পেছনে ফেলে ওপরে উঠে এসেছেন মুকেশ। এর আগে ২০২০ সালের শেষের দিকে মুকেশকে পেছনে ফেলে তালিকার শীর্ষে উঠে যান শ্যানশেন। 

এদিকে চলতি সপ্তাহে চীন এবং হংকংয়ের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটে। এতে শ্যানশেনের কম্পানি নংফু চলতি বছরের মুনাফা হারিয়ে ফেলে। তার আরেক কম্পানি ওয়ানতাই লোকসানের তালিকায় পড়ে যায়। অন্যদিকে মুকেশ আম্বানির প্রতিটি ব্যবসায়ী ইউনিট লাভে রয়েছে।

সূত্র: ইন্টারন্যাশনাল দ্য নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here